৪০+ বিরিয়ানি, গোস্ত, পোলাও, মাছ, সবজি রেসিপি ebook

৳ 20.00৳ 50.00 (-60%)

In stock

  • পাচ্ছেন ইবুক আকারে, আরো সাশ্রয়ী মূল্যে।
  • মোবাইল রেসপন্সিভ পিডিএফ ইবুক।

Sample Recipe: 

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

৪০+ বিরিয়ানি, গোস্ত, পোলাও, মাছ, সবজি রেসিপি ebook

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি।  ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরিয়ানির মধ্যে মজাদার একটি বিরিয়ানি হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি। আপনি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন সকলের প্রিয় এই বিরিয়ানি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কাশ্মীরি চিকেন বিরিয়ানির রেসিপি।

কাশ্মীরি চিকেন বিরিয়ানি রান্নার উপকরণ

মাংস মেরিনেট করতে যা যা লাগবে

  • টক দই – ২ কাপ
  • আদা বাটা – ২ টেবিল চামচ
  • রসুন বাটা – ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি – ১ কাপ
  • লেবুর রস – ১ টেবিল চামচ
  • লবণ – ১ টেবিল চামচ
  • লেবুর রস- ২ টেবিল চামচ

বিরিয়ানি তৈরির উপকরণ

  • মুরগীর মাংস- ১ কেজি
  • বাসমতী চাল- ৫০০ গ্রাম
  • দারচিনি- ২ টি
  • এলাচ- ৩/৪ টি
  • তেজপাতা- ৩ টি
  • জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
  • ঘি বা তেল – ১ কাপ
  • গরম মসলা- ১ টেবিল চামচ
  • কেওড়া/ গোলাপ জল- ২ টেবিল চামচ
  • কাজু পেস্ট- ১/২ কাপ
  • জাফরান-  ১/২ টেবিল চামচ
  • কিসমিস- পরিমাণ মতো
  • লবণ-  ১/২ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১। একটি বোলে মাংস এবং মেরিনেট করার জন্য সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেই। এবার মাংসগুলোকে মশলার দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেই। ভালো হয় যদি আগের দিন সারারাত ফ্রিজে মাংস মেরিনেট করে রাখা যায়।

২। এরপর চাল ভালোভাবে ধুয়ে নিন এবং ২০ মিনিটের জন্য পানি ঝরিয়ে রাখুন।

৩। তারপর একটি প্যানে পানি ফুটিয়ে চালগুলো দিয়ে দিন। এরপর লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে ৬/৭ মিনিটের জন্য ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন পুরোপুরি সিদ্ধ না হয়। ২/৩ ভাগ সিদ্ধ হলেই  চাল ঝরিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিন।

৪। এরপর একটি প্যানে ঘি/তেল গরম করে নিন। তেল হালকা গরম হলে এতে কিসমিস দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। কিসমিস ফুলে উঠলে তা তুলে রাখুন। একই ভাবে কাজুবাদামও হালকা রোস্ট করে রাখুন।

৫। এবার প্যানে থাকা তেলে এলাচ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর এতে জিরা দিয়ে দিন।

৬। ফ্রিজে মেরিনেট করে রাখা মাংস বের করে চুলার প্যানে দিয়ে দিন। এরপর ১০-১২ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করুন।

৭। তারপর ধনে গুঁড়া, গরম মসলা এবং কাজুবাদামের পেস্ট দিয়ে মাংস ভালোভাবে কসিয়ে নিন এবং ২ কাপ গরম পানি দিয়ে দিয়ে ঢেকে দিন। মিডিয়াম আঁচে ১ ঘণ্টা রান্না করুন। খেয়াল করুন মাংস গলেছে কি না। সিদ্ধ না  হলে এতে অল্প  গরম পানি দিন।

৮। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো মাংসের ওপর লেয়ার করে ছড়িয়ে দিন। এবার ওপরে কেওড়া জল, কিসমিস এবং রোস্ট করে রাখা কাজুবাদাম ছড়িয়ে দিন।

৯। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন এবং ১০-১৫ মিনিটের জন্য হালকা মিডিয়াম আঁচে  রান্না করুন।

ব্যাস! তৈরি হয়ে গেল মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন পরিবারের সবাইকে নিয়ে।

Only logged in customers who have purchased this product may leave a review.

Reviews

There are no reviews yet.

Main Menu